ঢাকা, ১৩ জুলাই (পলিটিক্স নিউস ৩৬৫)- হাইকোর্টের রায়ের কারণে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার সম্ভব নয় বলে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার মাধ্যমে সরকারি চাকরিতে কোটা বাতিলে তিনি যে ওয়াদা করেছিলেন তা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘কোটা নিয়ে সরকার অথবা প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন তা থেকে সরে যেতে চাইছেন। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদি সত্যিকার অর্থে কোটা প্রত্যাহারে কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটা আপনি (প্রধানমন্ত্রী) অবশ্যই দূর করতে পারেন।’
স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি-এ কথা বাংলাদেশের মানুষ এবং আমাদের প্রজন্ম মনে রাখবে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা রাখতে হাইকোর্টে রায় রয়েছে। আমরা কীভাবে হাইকোর্টের রায় অমান্য করবো?... আমরা এটা করতে পারি না।’
তিনি আরো বলেন, ‘এর আগে আমি সমস্ত কোটা বাতিলের কথা বলেছিলাম। কিন্তু এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে। যদি আমি রায় প্রত্যাখ্যান করি, তবে আদালতের অবমাননা হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের আদেশ আছে বলে আমার জানা নেই। তারপরও যদি হাইকোর্টে এই ধরনের কোনো রায় থাকে তা মুক্তিযোদ্ধাদের সন্তানদের ব্যাপারে আছে। তাদের নাতি-নাতনিদের ব্যাপারে আছে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার জন্য সরকার এখন হাইকোর্টে গিয়ে ওইটাকে সংশোধন করতে পারে।
কোটা আন্দোলনকারীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতা।
তিনি বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তার বক্তব্য শুনে আমি মর্মাহত হয়েছি।’ কোটা আন্দোলনকারীদের ওপর নিপীড়ন নির্যাতনের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই একদিন হবে বলে সরকারকে সতর্ক করেন মওদুদ।
তিনি বলেন, উপযুক্ত সময় এলে তাদের দল এমন কর্মসূচি দেবে যার ফলে এই ‘ফ্যাসিবাদী সরকারের’ পতন ঘটবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে কোটা বাতিলের ‘মিথ্যা’ ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন।
তিনি বলেন, ‘আদালতের রায় থাকা সত্ত্বেও তিনি (প্রধানমন্ত্রী) কেন কোটা বাতিলের ঘোষণা দিলেন? এমন প্রতিশ্রুতির আগে তিনি মুক্তিযোদ্ধাদের কথা ভাবেননি।’
তিনি আরো বলেন, জাতির জন্য প্রধানমন্ত্রীর যেকোনো ঘোষণা আইনের সমান।
রিজভী বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীরা কোটার সংস্কার চেয়েছে, বাতিল চায়নি। বৃহস্পতিবার সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার যে তিনি ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করতেই সেদিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
Comments
Post a Comment